কুমিল্লায় চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনা,গলাকেটে হত্যার মুল আসামিসহ ৪ জন গ্রেফতার
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টীল মিলে গতকাল (১৯ সেপ্টেম্বর) দুপুরে চোর সন্ধেহে এক যুবককে আটকিয়ে বিদেশী ২ টি কুকুর দিয়ে কামড়িয়ে পৈশাচিকভাবে নির্যাতনের ঘটনায় ৩ জন ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় গত (১১ সেপ্টেম্বর) বালুর নীচে আমিনুল ইসলাম নামের এক যুবকের গলাকেটে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ১জনসহ ৪ জনকে গ্রেফকার করেছে র ্যাব।
জানাযায়, নির্যাতিত যুবক জয় চন্দ্র সরকার (৩০), তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের শ্রী বিষ্ণুর চন্দ্র সরকারের ছেলে বর্তমানে তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার সাহেববাজার এলাকায় ভাড়া বাড়ীতে থেকে ভাঙ্গারির ব্যবসা করেন।
র ্যাব আরো জানায়, গত (১২ সেপ্টেম্বর)
সাকুরা স্টীল মিল থেকে তামার তার চুরির ঘটনার পর থেকেই চোরকে ধরার জন্য মিলের পাহারাদাররা ওৎ পেতে থাকে। এরই প্রেক্ষিতে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় জয় চন্দ্র সরকার স্টীল মিলে প্রবেশ করে। তখন তাকে চোর সন্দেহে ধাওয়া করে মিলের ভিতরে নিয়ে শারীরিক নির্যাতন করে। এসময় বিদেশী ২ টি কুকুর লেলিয়ে কামড়িয়ে নির্যাতন করে।
এরই প্রেক্ষিতে র ্যাব গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে র্যাবের এর একটি আভিযানিক দল কুমিল্লার বুড়িচং থানার দেবপুর এলাকা হতে উক্ত পৈশাচিক নির্যাতনের সাথে জড়িত মুন্সিগঞ্জ জেলার, টঙ্গীবাড়ী থানার,আরিয়াল এলাকার মোঃ জুলহাস মিয়ার ছেলে, মোঃ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদরের, মীর কাদিম উপজেলার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখ এর ছেলে মোঃ আল আমিন ( লিপু) (৩৬), বরিশাল জেলার,উজিরপুর থানার, ডাবেরকুল উপজেলার মালি কান্দা গ্রামের মোঃ ফারুক হাওলাদারের ছেলে, মোঃ সজিব হাওলাদার (২৬),।
সকলের বর্তমান (সাকুরা স্টীল মিলের পাহারাদারদেরকে গ্রেফতার করে। এছারাও গত( ১১ সেপ্টেম্বর) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুরে আমিনুল ইসলাম নামের এক যুবকের গলাকেটে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে হত্য মামলার মুল আসামী সিরাজুল কে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে জেলার বুড়িচং থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
নিউজডেস্ক/জাগরণী২৪